ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল

গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন গাজীপুর মহানগর জিয়া সংসদ । মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে টঙ্গীর চেরাগআলী থেকে মিছিল শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়। মিছিলটিতে গাজীপুর মহানগর জিয়া সংসদের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় পথচারী ও স্থানীয়রা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। মুখে ও মাথায় কালো কাপড় বেঁধে হাতে থাকা প্ল্যাকার্ডগুলো প্রদর্শন করে হেঁটে হেঁটে ফিলিস্তিনে গণহত্যার প্রতীকী চিত্র তুলে ধরেন তারা।

One thought on “ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *